এপেক্স ক্লাব অব ফেনী’র ডিনার মিটিং অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব ফেনী’র ২২তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের অস্থায়ী কার্যালয়ে এপেক্স ক্লাব অব ফেনী’র প্রেসিডেন্ট জহিরুর হক মিলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাফর সেলিম, সেক্রটারী আশেকে রাসুল নোমানী, ট্রেজারার রাশেদুল হাসান, সার্ভিস ডিক্টের শাহেদুর রহমান শাহীনুর, এক্সপেনশন ডিরেক্টর নুর উল্যাহ কায়সার, ফলোশীপ ডিরেক্টর শহীদ উল্যাহ পাটোয়ারী, ডিবেটিয় ডিরেক্টর আবদুস সালাম, সার্জেন্ট এট আর্মস ...