ফেনীর ২ হাজী নিহত ॥ নিখোঁজ-১
নিজস্ব প্রতিনিধি>>
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ফেনীর ২ হাজী নিহত ও একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার মিনায় ‘শয়তান স্তম্ভে¢’ পাথর নিক্ষেপের সময় তারা মারা যান।
জানা যায়, বৃহস্পতিবার মিনায় শয়তান স্তম্ভে পাথর নিক্ষেপের সময় হুড়োহুড়িতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের কলিম উদ্দিন মুন্সি বাড়ীর নুর নবী মিন্টু (৬৯) ও একই উপজেলার উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের শুলাখালি গ্রামের তাহেরা বেগম (৭৩) নিহত হন। এসময় সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের মৃত শেখ এজহারুল হকের স্ত্রী ...