‘নগ্ন ছবি’ সালমা-আখিঁ’র ব্যবসা
নিজস্ব প্রতিনিধি >>
যুবকদের কৌশলে বাসায় ডেকে ‘নগ্ন ছবি’ তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সালমা-আখিঁ নামের দুই নারী প্রতারক চক্রের সদস্য। প্রতারণার অভিনব জাল বিছিয়ে স্বর্বস্ব লুট করে নেয় তারা। মঙ্গলবার রাতে সালমা-আখিঁসহ ৫ প্রতারকে আটকের পর উঠে আসে এ চক্রের অপরাধ বৃত্তান্ত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর কাচারী বাজারস্থ এলাকার সোনাপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে আখিঁ আক্তার স্বর্ণা (২২) ও পরশুরাম উপজেলার দক্ষিন কুলাপাড়া গ্রামের সিরাজ মিয়ার ...