এপেক্স ক্লাব অব ফেনীর ডিনার মিটিং অনুষ্ঠিত
নতুন ফেনী ডেস্ক>>
আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব ফেনীর ১৯তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালায় সোনলী ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্সিয়ান জহিরুল হক মিলু। সভায় উপস্থিত ছিলেন,এপেক্স ক্লাব অব ফেনীর সেক্রেটারী আশেকে রাসুল নোমানী, ট্রেজারার এপেক্সিয়ান রাশেদুল হাসান, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর এডভোকেট পিয়াস মজুমদার, এক্সপেনসন ডিরেক্টর নুর উল্যাহ কায়সার, সার্জেন্ট এন্ড আর্মস সাইদুল ইসলাম সনেটসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ