‘পালকি’
প্রাচীনকালে ব্যবহৃত চাকাবিহীন এক প্রকার বাহন হলো পালকি। সেই সময় পালকিই ছিল একমাত্র বাহন যা সাধারণত ধনিকগোষ্ঠীর লোকেরা বাহন হিসেবে ব্যবহার করতেন। এই পালকি ঘিরে যত গান, যত কবিতা রচিত হয়েছে তা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদই বলা চলে। বাস্তবে আজ আর পালকি চড়াতো দূরের কথা দেখাও যায় না। কিন্তু পালকির মাহাত্ম্য আজও স্বমহিমায় দীপ্তমান। পালকি ঘিরে কত হাসি-তামাশার গল্প আজও শোনা যায় দাদা-দাদি অথবা মায়ের কাছ থেকে তা নিতান্তই ...