ফেনীতে ৭ লাখ ইয়াবা জব্দ : আদলতে গাড়ী চালক জাবেদের জবানবন্ধী
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ৬ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দের ঘটনায় আটক পুলিশের এসবি শাখার এএসআই মাহফুজের গাড়ী চালক জাবেদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্ধী দিয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ফেনীর সিনিয়র জুডিনিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর ফারুকীর আদালত এ স্বীকারোক্তি মূলক জবানবন্দী গ্রহণ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্ধীতে জাবেদ আলী কিভাবে ইয়াবা পাচার চক্রের সাথে জড়িয়ে পড়েছে তা পুলিশকে জানায়। এছাড়া এ চক্রের সাথে পুলিশের এসবি শাখার এএসআই মাহফুজুর ...