নিউজ পোর্টাল ‘নতুন ফেনী’র নামে ফেসবুকে প্রতারণা
নতুন ফেনী ডেস্ক>>
জনপ্রিয় নিউজ পোর্টাল নতুন ফেনী’র লোগো ও ব্যানার ব্যবহার করে ফেসবুকে পাঠকদের সাথে প্রতারণা করছে একটি চক্র। সম্প্রতি এই নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘নতুন ফেনী’ ও natun feni নামে একাধিক একাউন্ট ও পেইজ খুলে নতুন ফেনীর খবরসহ বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশ করা হচ্ছে। এ নিয়ে পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মূলত নতুন ফেনীর অফিসিয়াল পেইজের নাম ‘natunfeni.com’ যার লিংক (https://www.facebook.com/pages/natunfenicom/495080870570835)|।
এ বিষয়ে নতুন ফেনীর নির্বাহী সম্পাদক নুর উল্লাহ ...