ধারাবাহিক সফলতায় লক্ষীপুর বাইতুল আমিন ইসলামিয়া দাখিল মাদরাসা
সদর প্রতিনিধি>>
জিপিএ-৫সহ ধারাবাহিক শতভাগ পাশের সফলতায় ফেনী সদর উপজেলার লক্ষীপুর বাইতুল আমিন ইসলামিয়া দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটিতে পরীক্ষা গ্রহণের প্রধম বছর ২০১০ সার থেকে ধারাবাহিক ভাবে জিপিএ-৫সহ শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
এবারের দাখিল পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৩৭ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৭ শিক্ষার্থী জিাপএ-৫, ২৬ শিক্ষার্থী জিাপএ-৪ ও বাকী ৫ শিক্ষার্থী জিপিএ-৩.৫সহ শতভাগ উত্তীর্ণ হয়।
প্রতিষ্ঠানটির সুপার মাওলানা শামসুল করিম জসিম জানান, শিক্ষার্থীদের আন্তরিকতা, শিক্ষক-অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এমন ভালো ...