অত্মহত্যার পূর্বে পরিবার, শিক্ষাব্যবস্থা ও রাজনীতিকে দুষলেন শাওন
নতুন ফেনী ডেস্ক>>
আরাফাত শাওন। ফেনী ডেফোডিল স্কুলের মেধাবী এ ছাত্র সদর উপজেলার সুন্দরপুর এসআর উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ নিয়ে এবারএসএসসি পরীক্ষা দিয়েছিল। গত ৩০ প্রকাশিত ফলাফলে সে জিপিএ ৪.৮৩ পেয়েছিল। কিন্তু জিপিএ ৫ বা এ প্লাস না পাওয়ায় বাবা-মায়ের বকুনির শিকার হন। সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেনী সদর উজেলার গোবিন্দপুরের এই কিশোর। মৃত্যুর আগে লিখে গেছেন একটি সুইসাইডাল নোট। লেখকের বানান রীতি অপরিবর্তিত রেখে তা হুবহু প্রকাশ ...