দাগনভূঞায় উড এন্ড ফার্নিচার ‘স’ মিলে দুর্ধর্ষ চুরি
দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা পৌরসভার ফেনী রোড়ে অবস্থিত উড এন্ড ফার্নিচার 'স' মিলে শনিবার রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এঘটনায় প্রায় ৭০ হাজার টাকার গামারী গাছ চুরি করে নিয়ে যায় চোরের দল।
'স' মিলের মালিক সফিকুর রহমান বাবুল জানান, মিলের ৩শত জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে সমীর গংয়ের সাথে আদালতে মামলা চলে অাসছে। আদালত থেকে এখনো কেন রায় আসেনী। তাই ওই জায়গায় গাছ রাখা হয়েছে। ওই রাতে ...