আনিসুল হককে ভালোবাসতেন তসলিমা নাসরিন!
নতুন ফেনী ডেস্ক>>
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী আনিসুল হকের প্রেমে পড়েছিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তসলিমা তার ফেসবুকে এক স্ট্যাটাসে মঙ্গলবার এ কথা জানান।
ওই স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, “ফেসবুকে দেখছি আনিসুল হক নাকি ঢাকায় নির্বাচন করছেন। এই সেই আনিসুল হক! এখনো চেহারাটা অনেকটা আগের মতোই। যৌবনে কী যে অবশ করে দেওয়া সুদর্শন ছিলেন! টেলিভিশনে রাতের দিকে কী একটা অনুষ্ঠান করতেন। ওঁর চোখ, ওঁর হাসি, ওঁর কণ্ঠস্বর আমাকে ...













