নুসরাত হত্যা : আজও উত্তাল ফেনীর রাজপথ
মাদরসা ছাত্রী নুসরাত জাহানকে যৌন নীপিড়ন ও আগুন দিয়ে হত্যাকারীদের বিচারের দাবীতে আজো উত্তাল রয়েছে ফেনীর রাজপথ। সোমবার ফেনী-সোনাগাজীসহ জেলার ৬টি উপজেলার নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সুজন ফেনী জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লক্ষণ বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী সরকারি কলেজের ...