সাংবাদিক রাশেদের উপর হামলায় বিজয় সংঘ ফেনীর নিন্দা
নতুন ফেনী ডেস্ক
অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী সম্পাদক ও মোটবী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা রাশেদুল হাসানের উপর দুবৃর্ত্তদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিজয় সংঘ ফেনী ।সোমবার বিজয় সংঘ ফেনীর আহবায়ক মাঈন উদ্দিন পাটোয়ারী ও যুগ্ম-আহবায়ক
আজিজ আল ফয়সাল এক সংবাদ বিজ্ঞতিতে বলেন,
সাংবাদিক রাশেদুল হাসানের উপর দুবৃর্ত্তদের বর্বরোচিত হামলা আমাদের ব্যথিত করেছে । তারা আরো বলেন-প্রধানমন্ত্রি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে শুক্্রবার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ করার সময় সাংবাদিক রাশেদুল ...