জীর্ণদশা বাউরখুমা আশ্রয়ন প্রকল্পের
সংস্কারহীনতায় ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে ফেনীর পরশুরামের বাউরখুমা আশ্রয়ন প্রকল্প। চালু হওয়ার পর ১৮ বছর পর্যন্ত কোন সংস্কার না হাওয়ার প্রকল্পটির বসতঘরের টিনগুলো মরিচায় ধরে ঝরে ঝরে পড়ছে। নস্ট হয়ে গেছে শৌচাগার, নেই খাবার পানির ব্যবস্থা। এমতাবস্থায় প্রকল্পে বসবাসকারী প্রায় অর্ধহাজার দিনহীন মানুষ মানবেতর জীবন যাপন করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গৃহ ও ভূমিহীন মানুষের জন্য সরকার ১৯৯৯-২০০০ অর্থবছরে বাউরখুমা গ্রামে ২০ একর খাস ভূমিতে আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করে। আশপাশের বসতিহীন ...