বইমেলায় শিখা সেনগুপ্তা’র কাব্যগ্রন্থ ‘তুমি আসবে বলে’
আলমগীর মাসুদ>>
শিখা সেনগুপ্তা পেশায় একজন শিক্ষিকা। জাতীর ভবিষ্যৎ গড়ার এ কারিগর সমাজের সকল ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। দীর্ঘদিন থেকে সমাজ উন্নয়নে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। এতসব সত্ত্বেও শিখা সেনগুপ্তা লিখে চলেছেন দু’ হাত খুলে। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, সাময়িকী ও লিটল ম্যাগে লিখে চলেছেন একাধারে। একজন সাহিত্যিক হিসেবে এবং গল্প প্রবন্ধের সাথে লিখেছেন অসংখ্য কবিতা। কবিতার ভাব প্রকাশ করতে করতে এবারের একুশে বইমেলায় ...