৪০ বছর হাসেননি টেস ক্রিস্টেন
নতুন ফেনী ডেস্ক>>
অবাক হলেও সত্যি। সৌন্দর্য ধরে রাখতে প্রায় ৪০ বছর বয়স পর্যন্ত হাসেননি তিনি। এমনই ঘটনা ঘটেছে টেস ক্রিস্টেনের (৫০) জীবনে। হাসলে মুখে বলিরেখা পড়বে। ফলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাইতো ৪০ বছর ধরে এ সাধনা করছেন এই নারী। বন্ধুদের সঙ্গে আড্ডায় গিয়েছেন, পার্টিতে গিয়েছেন। আড্ডা ও পার্টিতে নানা হাসির ঘটনা ঘটে। সকলেই হেসে যাচ্ছেন। কিন্তু তার মুখে কোন হাসি নেই। প্রায়ই শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে ...