গ্রন্থমেলায় আসছে সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন’র প্রথম গ্রন্থ
আলমগীর মাসুদ
ফেনীর সাংবাদিক ও সংবাদপত্রের জগতের উজ্জ্বল নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। লেখালেখি শুরু ছাত্রজীবন থেকে। প্রথম প্রকাশিত লেখা কবিতা হলেও পরে সাংবাদিকতায় যুক্ত হন। আর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে সঞ্চয় করে এবার একুশে বইমেলায় প্রকাশ হচ্ছে তাঁর প্রথম গবেষনাগ্রন্থ ‘ফেনীর সাংবাদিক ও সংবাদপত্র’ বই’টি।
ফেনীসহ সারা দেশে নানা ধরণের দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকা বের হয়। আর সমাজের ভেতর থেকে জনসাধারণে জীবনচিত্র খবরাখবর বের করে আনাটাই সংবাদপত্রের কাজ। এ কাজটি ...












