ফেনীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত নেতৃাধীন ২০ দলীয় জোট। বুধবার জোটের আহবায়ক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে গাড়ী পোড়ানোর অভিযোগে আসামী করে মামলা দায়েরের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণ হরতাল পালনের আহবান জানানো হয়।
সম্পাদনা: আরএইচ