‘চলমান মিরসরাই’ পত্রিকা অফিসে চুরি
মিরসরাই প্রতিনিধি>>
মিরসরাইয়ের আঞ্চলিক প্রকাশনা ‘চলমান মিরসরাই’ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে মিরসরাই সোলানী ব্যাংক ভবনের কার্যালয় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে পত্রিকা কার্যালয় খুলতে এসে তিনি দেখেন অফিসের লক ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান আলমারীর দরজাও খোলা। আলমারী থেকে তাঁর ব্যবহৃত তোশিবা ও অফিসের ডেল ব্র্যান্ডের দুটি ল্যাপটপ, ও ডেস্কের তালা ভেঙ্গে একটি সনি ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরা, নগদ ৩ হাজার টাকাসহ পত্রিকার ...