সাইমুম জিপিএ-৫ পেয়েছে
নতুন ফেনী ডেস্ক>>
এবারের জেডিসি পরীক্ষায় আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়েছে হাফেজ মোহাইমিনান উদ্দিন খান সাইমুম। সে সৌদি প্রবাসী খিজির হায়াত খান বাহার ও আছমা হায়াত খান লাকীর প্রথম সন্তান। সাইমুন এর আগে সোনাগাজীর আলোকিত একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।
সম্পাদনা: আরএইচ