পাকিস্তানের ক’জন সুন্দরী নারী রাজনীতিবিদ
রাজনীতি কি শুধু পুরুষরা করবে? এ প্রশ্নটি সবাই করে থাকে। কিন্তু এ কথাটি কি এখন আদৌ বলার দরকার আছে। উত্তর, নেই। কারণ, সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। নারীরা এখন শুধু আর গৃহস্থালির কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা ঘর ছেড়ে বন্দী জীবন থেকে বেরিয়ে এসেছে।
নারীরা প্রমাণ করে দেখিয়েছে, তারাও পুরুষদের তুলনায় অনেক ভালো কিছুই করতে পারে। এক সময় মনে করা হতো-নারীরা হলো সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির। কিন্তু আসলে তারা এরকম কখনওই ছিল ...