গার্ডকে অচেতন করে এবার জনতা ব্যাংকের ৬০ লাখ টাকা চুরি
গাজীপুর প্রতিনিধি>>
গার্ডকে অচেতন করে এবার জনতা ব্যাংক গাজীপুর করপোরেট শাখা থেকে ৬০ লাখ টাক চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতের চুরির এ ঘটনায় সিকিউরিটি গার্ড মো. নূরুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও ব্যাংক কর্মকর্তা সূত্রে জানা গেছে, জয়দেবপুর বাজারের তানভীর প্লাজার দ্বিতীয় তলায় জনতা ব্যাংকের ওই শাখাটি। এর পাশে জনৈক জাকিরের কাপাড়ের দোকান রয়েছে। শনিবার রাত ১০টার দিকে জাকির কিছু ফলমূল নিয়ে আসে এবং টয়লেটে যাবার কথা বলে দায়িত্বরত সিকিউরিটি ...