দাগনভূঞায় তিন সন্তানের জননীর আত্মহত্যা
দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় গোল নাহার রাণী (২৬) নামে তিন সন্তানের জননী ঘরে ফ্যানের সাথে কাপড় পেঁছিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ও দিন রাতে পারিবারিক কলহের জের ধরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের অলি ড্রাইভারের বাড়ীর সৌদি প্রবাসী মনির আহমদের স্ত্রী তিন সন্তানের জননী ঘরে ফ্যানের সাথে কাপড় পেঁছিয়ে গোল নাহার আত্মহত্যা করে। স্থানীয়রা বিষয়টি থানায় খরব দিলে পুলিশ ...