‘জীবনের শেষ সময়টুকু ফেনীবাসীর জন্য উৎসর্গ করে যেতে চাই’
নতুন ফেনী ডেস্ক>>
জীবনের শেষ সময়টুকু ফেনীবাসীর জন্য উৎসর্গ করে যেতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেছেন একুশে পদক প্রাপ্ত ফেনীর সোনালী সন্তান ভাষা সংগ্রামী শামসুল হুদা। তিনি বলেন, ফেনী আমার জন্মস্থান হলেও কর্ম জীবন ও নানা ব্যস্ততার কারণে নিজ এলাকার সাথে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। শামসুল হুদা বলেন, যে কারণে ফেনীর মাটি ও মানুষের জন্য অনেক কিছু করার সুযোগ থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি। আজ জীবন সায়াহেৃ এসে সেই ...