ফেনীতে সুদিন সোসাইটির ওরিয়েন্টেশন ক্লাশ
শহর প্রতিনিধি>>
ফেনীতে সুদিন সোসাইটি বাংলাদেশের আড়াই মাস ব্যাপী প্রশিক্ষন ক্লাশের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ট্রাংক রোড়স্থ সোনালী ভবনে আয়োজিত এ ক্লাশে অতিথি ছিলেন, সোসাইটির পরিচালক নাজনীন নাহার, সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিম, পরিচালক জাফর সুলতান, মোস্তফা কামাল বুলবুল, সোসাইটির কোর্স কো-অর্ডিনেটর মো. রাকিব, ইনিস্ট্রাকটর সোহেবুর রহমান, সাপ্তাহিক নির্ভীক’র নির্বাহী সম্পাদক নুর উল্লাহ কায়সার প্রমূখ। এ সময় জেলার আইটি শিক্ষার্থীদেরকে নিয়ে সুদিন সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৭৫ দিন ...