ফেনীতে কলেজ ছাত্রী অপহরণকালে ২জনকে পুলিশে সোপর্দ
শহর প্রতিনিধি>>
ফেনী সকারী কলেজের এক কলেজ ছাত্রীকে অপরহরণ করে নিয়ে যাওয়ার সময় ২ বখাটকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে শহর তলীর সহদেবপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে কলেজ থেকে বাসায় ফেরার পথে শহরের মাষ্টার পাড়া থেকে জোরপূর্বক সিএনজি অটোরিক্সা তুলে নেয় একদল বখাটে। গাড়ীটি শহরতলীর সহদেবপুরে পৌঁছালে তার শোর-চিৎকারে এলাকাবাসী গাড়ীতে থমিয়ে ইকবাল হোসেন (২৫) ও ওমর ফারুক সানী (২০) কে আটক করে। পরে ...