প্রতিশোধ নাও | বাসুদেব পাল
মাংস খুঁড়ে তুলে সেখানে চুমু খাও
এবং এভাবে প্রতিশোধ নাও!
সবশেষে প্রতিশোধ নিতে হয় জেনো...
সবাই নিচ্ছে, একটা পানকৌড়ি পাখির মতো ঠোঁটে জল
যতোক্ষণ না ভরা দুপুরে পিপাসা মিটছে তার -অজান্তে
তুমিও নাও
সেভাবে চুমুকে চুমুকে দ্রাক্ষারস আমার ঠোঁট থেকে চুষে
একাধিক বার
যতোক্ষণ না বিচ্ছিন্ন হতে হতে মিলিত হচ্ছি আমরা আমাদের কাছে
এবং দুর্দশাগ্রস্থ সেবক সেবিকা হোয়ে একে অপরের পাশে যথার্থ!
আর তখন আবারও দুর্জেয় প্রতিশোধ নিতে শুরু করো...