হেরে গেল আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক>>
প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে প্রীতিম্যাচে ২-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা । চীনের বেইজিংয়ে শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে শেষ পর্যংন্ত গোলের দেখা পায়নি মেসিরা। অন্যদিকে ব্রাজিলের দিয়েগো তারদেলি একাই করেন দুই গোল।
খেলার শুরুর দিকে বেশিরভাগ সময় বল দখলে ছিল আর্জেন্টিনার। এরমধ্যেই খেলার ৩০ মিনিটে ব্রাজিলের তারকা অস্কারের ক্রসে প্রথম গোল করেন তারদেলি। এরপর আর্জেন্টিনা পেনাল্টির সুযোগ পেলেও তা মিস করেন দলের অধিনায়ক লিওনেল মেসি। পরবর্তিতে ম্যাচের ২৫ ...