বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দূর্গোৎসব
সরোজ কুমার চক্রবর্তী >>
দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে আজ বিসর্জন দেয়া হবে। এ বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার পক্ষ কালের মর্তের অর্থাৎ পৃথিবীতে অবস্থান শেষ হবে। গজের পিঠে চড়ে তিনি স্বর্গে চলে যাবেন তবে পৃথিবীর শস্য ভাণ্ডার পরিপূর্ণ করে দিয়ে যাবেন এমন বিশ্বাস থেকেই সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জন দিয়ে দিয়ে শেষ করবে শারদীয় দুর্গোৎসবের।
কথিত আছে প্রায় আড়াই হাজার বছর আগে কোনো এক শরৎকালে সম্রাট অশোক কলিঙ্গ বিজয় করেছিলেন। যা ...