মিরসরাইয়ের লোকালয়ে বিপন্ন প্রজাতির শঙ্খচিল
মিরসরাই প্রতিনিধি>>
মিরসরাইয়ে বিপন্ন প্রজাতির একটি শঙ্খচিল ধরা পড়েছে। উপজেলার উপকূলীয় কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকায় বাদামি ও খয়েরি রংয়ের অপ্রাপ্তবয়স্ক শঙ্খচিলটি লোকালয়ে এসে অসুস্থ হয়ে পড়লে ১৫ সেপ্টেম্বর স্থানীয়রা এটি উদ্ধার করে। পরে শঙ্খচিলটিকে উপকূলীয় বনবিভাগ মিরসরাই রেঞ্জ অফিসে পাঠিয়ে দেয়া হয়।
উপকূলীয় বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আবুল হাশেম ভূঁঞা জানান, পাখিটির নাম শঙ্খচিল। বামনসুন্দর এলাকার লোকজন শঙ্খচিলকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে আমাদের কাছে পাঠায়। পাখিটি শারীরিক ভাবে দূর্বল ছিল, ...