টাইব্রেকারে ব্রাজিল জিতবে তো?
টাইব্রেকারে রাশিয়ার কাছে স্পেনের পরাজয়ের ব্যবচ্ছেদে নাই–বা গেলাম। আজকের খেলায় ব্রাজিল যদি টাইব্রেকারের মুখোমুখি হয়, তবে? নেইমাররা পারবেন তো স্নায়ু চাপ সামলাতে? পারারই কথা। অন্তত রেকর্ড বইয়ের পাতায় থাকা তথ্যগুলো সেলেসাওদের পক্ষেই। রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় পর্বে তৃতীয় দিনের খেলায় সামারাতে ব্রাজিল মুখোমুখি হবে মেক্সিকোর। খেলা টাইব্রেকার পর্যন্ত গড়ালে ব্রাজিলের জয়ের সম্ভাবনা কতটুকু, সেটা সময়ই বলে দেবে। আপাতত এই তথ্য দিয়ে রাখছি—মেক্সিকোর চেয়ে টাইব্রেকারের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা বেশি ব্রাজিলেরই। বিশ্বকাপে এ ...