কান্নাই কি বিপদ ডেকে আনবে ব্রাজিলের?
চার বছর আগে নিজের দেশে হওয়া বিশ্বকাপে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার চরম মূল্য দিতে হয়েছিল লুইস ফেলিপে স্কলারির দলকে। এবারও সেই আবেগাপ্লুত ব্রাজিলকে দেখা যাচ্ছে রাশিয়ায়। যেটা দেখে অনেকেই বলছেন, এটা নিয়ন্ত্রণ করতে না পারলে সেলেসাওদের স্বপ্নপূরণ কঠিন হয়ে যেতে পারে। আজ সার্বিয়ার বিপক্ষে ম্যাচে আবেগও হয়তো নেইমারদের অদৃশ্য প্রতিপক্ষ।
গত শুক্রবার সেন্ট পিটার্সবার্গে কোস্টারিকার বিপক্ষে ম্যাচটার কথাই মনে করে দেখুন না। ব্রাজিল ২-০ গোলে জেতা ম্যাচটার শেষ বাঁশি বাজতেই ...