মেসি পৃথিবীর সেরা অধিনায়ক: রোহো
মুখে স্বীকার করুন আর না–ই করুন, ক্রিস্টিয়ানো রোনালদো পেয়ে বসেছিল তাঁকে। প্রথম ম্যাচে রোনালদো কী অবিশ্বাস্যই না খেললেন। স্পেনের বিপক্ষে একাই হ্যাটট্রিক করে রুখে দিলেন, তুলে নিলেন মহামূল্যবান ১ পয়েন্ট। লিওনেল মেসি? আইসল্যান্ডের বিপক্ষে করলেন পেনাল্টি মিস! দ্বিতীয় ম্যাচে পতুর্গাল বলতে গেলে একটাই পরিষ্কার সুযোগ পেল। রোনালদোর মাথা আবার পার করল দলকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে মেসি পাসই পেলেন মোটে দুটি। সব মিলিয়ে ম্যাচে বল ছুঁয়েছেন ৪৭ বার। ক্যারিয়ারে আর কোনো ...