উদ্বোধনী ও ফাইনালে চমক দেখাবে লুঝনিকি
ক্রীড়া ডেস্ক>>
১৪ জুন থেকে বিশ্বকাপ ফুটবল ২০১৮’র পর্দা উঠতে যাচ্ছে। বিশ্ব মানচিত্রের সবচেয়ে বড় দেশ রাশিয়া এই আয়োজন করছে। ১১টি শহরের মোট ১২টি স্টেডিয়ামে খেলবে ৩২টি দেশ। বাংলানিউজের পাঠকদের জন্য এই পর্বে বিশ্বকাপের প্রধান ভেন্যু লুঝনিকি স্টেডিয়াম নিয়ে লেখা হয়েছে।
রাশিয়ার লুঝনিকি স্টেডিয়াম দেশটির সর্ববৃহৎ স্টেডিয়াম তথা গোটা ইউরোপের মধ্যে অন্যতম সেরা ভেন্যু হিসেবে পরিচিত। দর্শক আসন প্রায় ৮১ হাজার। রাশিয়ার লুঝনিকি স্টেডিয়াম নির্মাণকরা হয় সেই সোভিয়েত আমলে। এটি রাশিয়ার জাতীয় ...