ফেনীতে সুবচন নাট্য দলের ‘হট্টমালার ওপারে’ মঞ্চস্থ
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর প্রাচীন নাট্য সংগঠন সুবচন নাট্য দলের প্রযোজনা ‘হট্টমালার ওপারে’ শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হয়। বাদল সরকারের রচনায় নাটকটির নির্দেশনা দেন নাসির উদ্দিন সাইমুম। এতে নির্দেশক ছাড়াও অভিনয় করেন জাকারিয়া ফারুক, অমিত মজুমদার, বিজয়, মায়ান, সজল, তন্ময়, তারেক, ...