পরশুরামে ঘরে ডুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১ • নতুন ফেনীনতুন ফেনী পরশুরামে ঘরে ডুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১ • নতুন ফেনী
 ফেনী |
১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পরশুরামে ঘরে ডুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০২ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০২২

ফেনীর পরশুরামে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল কাদের(৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পরশুরাম থানা পুলিশ।

গতকাল ( ১৭ অক্টোবর) রাত আনুমানিক ৩টায় অভিযুক্ত অবদুল কাদের পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামের কাজী নিজাম উদ্দিনের স্ত্রী ডালিয়া সুলতানা আখি (৩০) কে ঘরে ডুকে ধর্ষণের চেষ্টা করে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আবদুল কাদের দীর্ঘদিন যাবত ডালিয়া সুলতানা আখির স্বামী কাজী নিজাম উদ্দিনের রেন্ট এ কারের গাড়ীর চালক হিসাবে চাকরি করতেন। ঘটনার দিন তার স্বামী ঘরে না থাকার সুবাধে অভিযুক্ত রাত আনুমানিক ৩টার সময় ভুক্তভোগীর বাড়ীতে এসে ঘরের দরজায় টোকা দেন। ডালিয়া তার স্বামী বাড়ীতে এসেছে মনে করে ঘরের দরজা খুলে দেখেন বাহিরে অভিযুক্ত দাড়িয়ে আছেন। এ সময় তিনি কাদের কে দেখে হতভম্ব হয়ে যায় এবং এতো রাতে কেন তার বাড়িতে এসেছে জিঙ্গেস করলে তিনি জরুরী কথা আছে বলে জোর করে ডালিয়া কে তার রুমে নিয়ে যায় এবং তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ডালিয়ার শোর চিৎকারে আশে পাশের লোক জন ছুটে এসে তাকে কে উদ্ধার করে আসামীকে কে পুলিশের হাতে তুলে দেন।

পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে পরশুরাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত আবদুল কাদের উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামের আবদুল ছামাদ ভূইয়ার ছেলে।

পরশুরাম মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.