ফেনীর ফাজিলপুরে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা যুবদলের সভাপতি শাহাদাত হোসেন।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এয়ার আহমেদ পেয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, যুগ্ম-সম্পাদক মুজিবুল ইসলাম পাটোয়ারী, সাবেক সদর উপজেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্যসচিব নজরুল ইসলাম, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মুর্শিদ উল্ল্যাহ লিটন, ফাজিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা ফুটবল ও ব্যাডমিন্টনে টুর্নামেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে ক্রেস্ট তুলে দেন।
আরএইচ/এনজেটি