মহামারী করোনাকালে ঘরবন্দী জীবনে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর ও ফতেহপুরে মধ্যবিত্ত পরিবারকে রাতের আঁধারে নিত্যপণ্য উপহার পৌঁছে দিয়েছে কয়েক তরুণ-তরুণীর উদ্যোগে গঠিত অনলাইন ভিত্তিক সংগঠন ‘করোনা হেল্পিং স্কোয়াড’ টীম।
উদ্যোক্তারা জানান, ফতেহপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা কয়েকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বর্তমান পরিস্থিতিতে অনলাইনে ‘করোনা হেল্পিং স্কোয়াড’ টীম গঠন করেন। ওই টীমের সদস্যদের অংশগ্রহণে এলাকার ৭৫টি মধ্যবিত্ত ও নিম্মমধ্যবিত্ত পরিবারকে বুধবার ও বৃহস্পতিবার রাতে উপহার সামগ্রী পৌছে দেন।
তারা আরো জানান, প্রতিটি উপহারের প্যাকেটে ৪ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ছোলা, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫শ গ্রাম মুড়ি ও ২টি সাবান দেয়া হয়। এছাড়া একজন থ্যালাসেমিয়া রোগী ও একজন প্যারালাইসিস রোগীকে ঔষধ সামগ্রী কেনার জন্য নগদ টাকা প্রদান করা হয়। তাহমিনা সুমি, সালমান বিন সাইফুল, মুরাদ হোসেন, জুনাঈদ জুয়েল, রিপন রহমান, আবদুল করিম এ মানবিক কাজ বাস্তবায়ন করেন।
তাদের মতে, ব্যক্তিগতভাবে অনেকেই সহযোগিতা করছে। কিন্তু সবাই সমন্বয় রেখে একসাথে কাজ করে তাহলে সমাজের কেউ বঞ্চিত হবে না। তাহলে আমরাও পারবো এই কঠিন সময় মোকাবেলা করতে। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকটে দুর্ভিক্ষের আশঙ্কায় প্রান্তিক কৃষকদের সহযোগি তা করাই আমাদের পরবর্তী লক্ষ্য। এজন্য কৃষি-সম্প্রসারণ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের এখনি এগিয়ে আসার আহবান জানাান তারা।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







