অসাম্প্রদায়িক বাংলাদেশের আরেকটি নজির স্থাপন করলেন ছাত্রলীগ নেতা • নতুন ফেনীনতুন ফেনী অসাম্প্রদায়িক বাংলাদেশের আরেকটি নজির স্থাপন করলেন ছাত্রলীগ নেতা • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অসাম্প্রদায়িক বাংলাদেশের আরেকটি নজির স্থাপন করলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৯ অপরাহ্ণ, ০১ মে ২০২০

অসাম্প্রদায়িক বাংলাদেশের আরেকটি নজির স্থাপন করলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য সুমন চন্দ্র ভৌমিক। পবিত্র রমজানে নিজ গ্রামের অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রি নিয়ে পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের কেন্দ্রিয় এ নেতা।

জানা যায়, ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুমন চন্দ্র ভৌমিক ওই স্কুলের ২৪জন অসহায় শিক্ষার্থীর পরিবারসহ ও আশপাশের নারায়নপুর, সাদেকপুর ও সিন্দুরপুর গ্রামের অর্ধশতাধিক পরিবারে ইফতার সামগ্রি বিতরণ করার উদ্যোগ নেন। পরে জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রহিম পিন্টু, ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনউদ্দিন ভূঁইয়া ও সিন্দুরপু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন ও স্কুল শিক্ষক জুবায়ের হোসেনের তত্ত্বাবধানে গোপনে অসহায়দের হাতে এসব সামগ্রি তুলে দেন।

এ বিষয়ে সুমন চন্দ্র ভৌমিক জানান, ইফতার সামগ্রি ছাড়াও করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনার প্রকোপ যতদিন থাকবে ততদিন সাধ্যমতো অসহায়দের পাশে থাকবো বলে জানান তিনি।

সিন্দুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা আক্তার জানান, স্কুল সভাপতি সুমন চন্দ্র ভৌমিক অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানাভাবে সহযোগিতা করে থাকেন। এবার তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের আরেকটি নজির স্থাপন করলেন। নিজে অন্য ধর্মের অনুসারি হয়েও অসহায় মুসলিম পরিবারের জন্য ইফতার সামগ্রি বিতরণ করেছেন। যা অত্যন্ত প্রশংসার দাবিদার।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.