ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই সহোদরকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর সহকারী পরিচালক মো: নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবকে দেখে দু’ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের সাথে থাকা বস্তার ভেতর থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানা অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সৈয়দপুর গ্রামের বশির আহম্মদের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও কামরুল ইসলাম ছোটন (৩৫) কে আটক করা হয়। পরে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদনা: এনকে/আরএইচ







