ফেনীতে অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ হাছান তৈমুর মাসুম (৩৯) ও ২১ কেজি গাঁজাসহ মো. আকিব (১৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাব-০৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে মহিপাল থেকে আটক করে তাদেরকে।
র্যাব-০৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-৭, ফেনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপালস্থ ঢাকা টু চট্টগ্রামগামী খায়ের সরমা অ্যান্ড কাবাব হাউস এর সামনে মাদক ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল খায়ের সরমা অ্যান্ড কাবাব হাউসের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করে। পরে হাছান তৈমুর মাসুমের কাছ থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৩ হাজার ৬শ টাকা।
অধিনায়ক নায়ক জানান, কতিপয় মাদকবিক্রেতা প্রাইভেটকারে করে গাঁজা বহন করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল মহিপালস্থ খায়ের রেস্তোরাঁ সরমা অ্যান্ড কাবাব হাউজের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারের চালক আকিবকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক তিন লাখ ৩৬ হাজার টাকা ও গাড়িটির দাম ১০ লাখ টাকা।
র্যাব জানায়, আটক আকিব চট্টগ্রামের পটিয়া থানার গেবিন্দার খিল এলাকার নুরুল আলমের ছেলে। আটক মাসুম, আকিব ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা:আরএইচ/এইচআর