ফেনীতে ৭শ কেজি বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।০১ ডিসেম্বর মঙ্গলবার সকালে ফেনী পৌর মৎস্য আড়তে জেলা মৎস্য বিভাগ ও জেলার প্রশাসন যৌথ অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ফেনী ও আশপাশের এলাকায় বিভিন্ন হাট-বাজারে বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছে অসাধু চক্র। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ফেনী পৌর আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় মায়ের দোয়া মাছের আড়ৎ থেকে বিক্রয়ের জন্য মজুদ করা অবস্থায় ৭শ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে পিরানহা মাছ মজুতের দায়ে ওই আড়তের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক রজত বিশ্বাস ও মো. মনিরুজ্জামান। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানসহ প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করে দেন আদালত।
সম্পাদনা:আরএইচ/এইচআর







