লস্করহাট ব্লাড ডোনেট এসোসিয়েশন‘র ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং। লস্করহাট বাজারে সকাল ১০ থেকে বিকাল ৩টা পযন্ত এ কার্যক্রম চলে। এর আগে সকালে ক্যাম্পিং এর উদ্বোধন করেন মোটবী ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুর রউপ লস্করহাট ব্লাড ডোনেট এসোসিয়েশন এর সভাপতি আবু ইউসুফ জনি, সিনিয়র সহ সভাপতি ফয়সাল পাটোয়ারী, সহ সভাপতি আব্দুল মান্নাফ সৌরভ, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আতিক, ফেনী ফুড এন্ড ব্লাড ব্যাংকের সভাপতি সেজানুল আলম চৌধরী প্রিয়, তারেক শাহাদাত ,শাকিব, ইয়াছিন মিনাজ, নুর সিহাব, নাঈম,শহিদুল ইসলাম, নবী,আরমান, মন্জু সহ এসোসিয়েশনের সদস্য বৃন্দ।
ক্যাম্পিং এ সার্বিক সহযোগিতা করেন শেভরন ক্লিনিক ফেনী শাখা।
সম্পাদনা:আরএইচ/এফএইচএইচ







