জনশুমারি ও গৃহ গণনা ২০২১ কে সামনে রেখে আজ ফেনীতে শুরু হয় জোনাল অপারেশন (১) শিরোনামে ২ দিনের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ শুরু হয় আজ সকাল ১০ টায় জেলা উপ পরিচালকের কার্যালয়ে। এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিজ্জামান।
উদ্বোধন কালে তিনি বক্তব্যে বলেন,এই জন শুমারি ও গৃহ গণনার তথ্যের ওপর নির্ভর করে দেশের পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন। তাই, এই তথ্য হওয়া উচিত স্বচ্চ ও নিরপেক্ষ। বরাবরের মত এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের জন শুমারি হবে আরো সুন্দর ও পরিমার্জিত। তিনি আরও বলেন, এটি আপনার প্রতি সরকার ও জনগণের একটি পবিত্র আমানত, আশা করি আপনারা তা সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন।
এতে সভাপতিত্ব করেন,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ পরিচালক(ভাঃ) গোতম কৃষ্ণ পাল।আরো উপস্থিত ছিলেন, শুমারি ও গৃহ গণনা ২০২১ এর উপজেলা সমন্বয়ক বৃন্দ ও প্রায় ৩০ জন জোনাল অফিসার।
উল্লেখ্য, জনশুমারি ও গৃহ গণনা ২০২১ শুরু হবে আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে একযোগে। এর পূর্ব নাম ছিল আদম শুমারী।
সম্পাদনা:আরএইচ/এইচআর







