ছাগলনাইয়ায় হিনা মোটর্সে সুজুকি’র শো-রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের শহীদ মিনার সংলগ্ন হিনা মোটর্সে সুজুকি’র শো-রুম উদ্বোধনে হিনা মোটর্স’র স্বত্তাধীকারী ও পৌরসভার দুইবারের সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ’র সভাপতিত্ব করেন।
মনোয়ার হোসেন তুহিন’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, রেনকন মোটর বাইকস লিমিটেডের হেড অব সেলস একেএম তৌহিদুর রহমান, রিজিওনাল ম্যানেজার মোঃ ইমরান আলী খান, এ্যরিয়া ম্যানেজার ওয়ালিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কফিল উদ্দিন সরকার, ব্যাবসায়ী ও সমাজসেবক আলাউদ্দিন জাহাঙ্গীর, ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ফিতা ও কেক কেটে শো-রুম উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সম্পাদনা:আরএইচ/এএই্চআর