সোনাগাজী মডেল থানার আয়োজনে আনন্দ উদযাপন • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজী মডেল থানার আয়োজনে আনন্দ উদযাপন • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজী মডেল থানার আয়োজনে আনন্দ উদযাপন

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৩ অপরাহ্ণ, ০৭ মার্চ ২০২১

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুডান্ত সুপারিশ প্রাপ্তিতে সোনাগাজী মডেল থানার আয়োজনে ৭ই মার্চ রবিবার বিকালে থানা প্রাঙ্গনে আনন্দ উদযাপন অনু্ষ্ঠিত হয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার আজহারুল ইসলাম তালুকদার, ওসি (ডিবি) নুরুজ্জমান।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম জহির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাছির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, বিআরডিবি’র চেয়ারম্যান ফারুক হোসেন, মতিগঞ্জের ইউপি চেয়ারম্যান রবিউজ্জমান বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো,

মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আদর্শগ্রাম তদন্ত কেন্দের ইনচার্জ ইন্সপেক্টর মেলকান ডি-সিলভা, সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার আরিফুল করিম দোলনসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদনা:আরএইচ/এএইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.