বাংলাদেশকে জাতিসংঘের উন্নয়নশীল দেশের সুপারিশ প্রাপ্তিতে ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ছাগলনাইয়ায় আনন্দ উদযাপন করা হয়েছে। রবিবার বিকালে ছাগলনাইয়া থানা প্রশাসনের উদ্যোগে থানা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।
থানার পুলিশ পরিদর্শক ওসি মেজবাহ উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক শিমুল চৌধুরীর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের ক্ষুদে শিল্পীরা।
সম্পাদনা:আরএইচ/এমকেএইচ







