ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মামুন (৪২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারি মোহাম্মদ শাহীন (২১) আহত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে কাজিরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনীর হাজীপুর এলাকার আজিজুল হকের ছেলে এবং সহকারী মোহাম্মদ শাহীন , লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন এলাকার শাহ আলমের ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান জানান , ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে এক ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. সাহাব উদ্দিন চালক মামুনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত অপর ব্যক্তি ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি আছে।
সম্পাদনা:আরএইচ/এইচআর







