ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান মরহুম এম আজহারুল হক আরজু’র স্মরণে ‘স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বাদ মাগরিব ইউনিয়নের জোয়ার কাছাড় আরজু চত্বর সংলগ্ন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে এই স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এম আজহারুলক হক আরজু ফাউন্ডেশনের উদ্যোগে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সোহাগ।

আরজু ফাউন্ডেশনের সদস্য আরিফুর রহমান রাসেলের সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়াজী, মেডিনোভা হাসপাতালের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, ৩নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন ক্বারী, ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী শফিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান বাবু, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দীক সানি, গুনবর্তী কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত আলী ভূঞাঁ, ফেনী জজ কোটের সাবেক এপিপি এডভোকেট এএসএম শহিদুল্ল্যাহ, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম জাফর উল্ল্যাহ ভূঞাঁ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন ভূঞাঁ।
এসময় বক্তারা আরজুর স্মৃতি সংরক্ষণে যে ফাউন্ডেশন করা হচ্ছে তার সফলতা কামনা করেন এবং ভবিষ্যতের ফাউন্ডেশন এর সকল কর্মকাণ্ডে সব ধরনের সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাজান সাজু, ফেকসু’র ভিপি ও ফেনী কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুল আলম বাবুল, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরু আলম নয়ন, ফেনী জজ কোটের আইনজীবী এডোকেট সালাউদ্দিন শিমুল, ফেনী জজ কোটের আইনজীবী এডভোকেট কাজী জাহিদ, ইউনিয়ন আওয়ামীরলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকমন্ডলী সহ সকল শ্রেনী পেশার মানুষ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আমতলী বাজার পুরাতন জামে সমজিদের খতিব মাওলানা এনামুল হক। স্মরণ সভা, দোয়া ও মিলাদ মহফিল শেষে এম আজহারুল হক আরজু ফাউন্ডেশনের অস্থায়ী অফিস উদ্বোধন করেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আনোয়ারুল হক স্বপন।
সম্পাদনা:আরএইচ/এইচআর







