ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টিন শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সামনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা পুলিশ সুপার খোন্দকার নুর নবী(পিপিএম),স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড.মঞ্জুরুল ইসলাম,সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন.অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃমাসুদুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজগর আলী,ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
এসময়, জেলা প্রশাসনের কার্যালয়ের উন্মুক্ত চত্বরে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে গাছের চারা বিতরন করা হয় এবং আগামী ৬ আগষ্ট শহরের খাইয়ুর জিমনেসিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন।বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প (এডিসি) হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকিকে বিয়ে করেন। তিনি ঢাকা আবাহানী লিমিটেডের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট তিনি মৃত্যুবরণ করেন।






