উৎসবে, আয়োজনে শেষ হলো ফফে’র ​হেমন্ত বিলাস • নতুন ফেনীনতুন ফেনী উৎসবে, আয়োজনে শেষ হলো ফফে’র ​হেমন্ত বিলাস • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উৎসবে, আয়োজনে শেষ হলো ফফে’র ​হেমন্ত বিলাস

শহর প্রতিনিধিশহর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৬ অপরাহ্ণ, ৩১ অক্টোবর ২০২১

জমকালো আয়োজনে ফেনীতে সম্পন্ন হলো বন্ধন ওমেন্ত নিবেদিত ‘হেমন্ত বিলাস-২০২১’। ফেনী অনলাইন ফিমেল এন্টাপ্রেনার্স ফোরামের (ফফে) আয়োজনে ও আপন ইভেন্টসের ব্যাবস্থাপনায় ৩০ অক্টোবর (শনিবার) শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে দিনব্যাপি এ আয়োজন চলে। প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

এতে ৩৫টি স্টলে ফেনীর নারী উদ্যোক্তারা নিজেদের পন্য প্রদর্শনী করেন। বাংলার আবহমান ঐতিহ্য কুঁড়ে ঘরের আদলে তৈরী করা হয় মূল স্টেজ, সাজ সজ্জায় ছিলো গ্রামীণ আবহের চাপ। দিনভর বাংলা গান, নাচের পরিবেশনায় মুখর ছিলো হেমন্ত বিলাসের মঞ্চ। বিনামূল্য মেহেদীতে হাতও রাঙ্গান রমনীরা। এদিন অতিথিরা সংগঠনটির অনলাইন ভিত্তিক নতুন উদ্যোগ ‘ফফে বাজার’র উদ্বোধন করেন।

অুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিলো বন্ধন ওমেন্স বিউটি পার্লার। কো-স্পন্সর ছিলেন এস এইচ বুটিক ফ্যাশন হাউস, হামান্দিস্তা, সাবরিনা’ স ক্রাফট। ফটো পার্টনার ‘ড্রিম আর্টিসান’ ও ভলান্টিয়ার পার্টনার ছিলেন‘হেল্প ফর টুডে’।

অতিথিদের সাথে ফফের ডিরেক্টরবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, এটি অত্যন্ত চমৎকার উদ্যোগ। এমন আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের প্রদর্শনের সুযোগ দিতে হবে তাহলে দেশে সফল নারী উদ্যোক্তা তৈরী হবে। তিনি এ আয়োজনের প্রশংসা করে এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বহী অফিসার নাসরিন সুলতানা, ফেনী জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ, ফেনী সেনট্রাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আপন ইভেন্টসের পরিচালক রানা হাসান, বন্ধন ওমেন্স বিউটি পার্লারের পরিচালক নাজনীন নাজু।

ফফের ডিরেক্টর রাসনা আকলিমা প্রমার সঞ্চালনায় ফেনী অনলাইন ফিমেল এন্টাপ্রেনার্স ফোরামের সভাপতি ফারজানা ইয়াসমিন ইমু সহ ফফের ডিরেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

উলেখ্য, ২০১৭ সাল থেকে ফেনীর নারী উদ্যোক্তাদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফেনী অনলাইন ফিমেল এন্টাপ্রেনার্স ফোরাম।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.